• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বরিশালে সংঘর্ষে দুই সহোদর নিহত

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩, ০৪:৫৫ পিএম

বরিশালে সংঘর্ষে দুই সহোদর নিহত

বরিশাল ব্যুরো

বরিশালের মুলাদী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। নিহত যুবকরা হলেন হেলাল ব্যাপারি ও কামাল ব্যাপারি। তারা পরস্পর সহোদর ছিলেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

সোমবার (১০ এপ্রিল) রাতে মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডল জানান, মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের তয়কা গ্রামে দীর্ঘদিন আকন ও হাজি গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এর জেরে সোমবার সন্ধ্যা থেকেই দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে হেলাল ব্যাপারি ও কামাল ব্যাপারি নামের দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়। তিনি আরও বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, ‘ডিবি ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক সবাইকে আইনের আওতায় আনা হবে।’

ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন থানা পুলিশের কর্মকর্তারা।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ