• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গরুর খামার থেকে আটক সাত মামলার আসামি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩, ১২:৫১ এএম

গরুর খামার থেকে আটক সাত মামলার আসামি

ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় মাদক, দেশীয় অস্ত্রসহ সাত মামলার আসামি আল আমিন হোসেন শান্তকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার (৯ এপ্রিল) রাতে কোতোয়ালি থানার চান্দপুর মধ্যমপাড়া আবুল হাউজিং এস্টেট এলাকায় তার নিজের গরুর খামার থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি দেশে তৈরি পাইপগান, ৮ রাউন্ড কার্তুজ, ২০ বোতল ফেনসিডিল, ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার আল আমিন হোসেন শান্ত কোতোয়ালি থানার ডুমুরিয়া চান্দপুর সর্দার বাড়ির আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানার চান্দপুর মধ্যমপাড়া আবুল হাউজিং এস্টেট এলাকার শান্তর মালিকানাধীন একটি গরুর খামারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।


এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান সময় সংবাদকে বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ বিশেষ আইনে ৭টি মামলা রয়েছে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করা হয়েছে।

 

জেকেএস/

আর্কাইভ