• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

গাইবান্ধায় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩, ০২:৪৬ এএম

গাইবান্ধায় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় আবু জাফর (৪২) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার হাসিলকান্দি উত্তরপাড়া গ্রামে একটি আম গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়

নিহত জাফর হাসিলকান্দি উত্তরপাড়া গ্রামের নইবকসের ছেলে। পেশায় একজন চাল ব্যবসায়ী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ এপ্রিল)  বিকেলে সাঘাটা বাজারে নিজের চালের দোকানে গিয়ে বাড়িতে ফিরে আসেনি জাফর। রাতে তাকে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার সকালে স্থানীয়রা বাড়ির পার্শ্ববর্তী একটি আম গাছের সঙ্গে জাফরের মরদেহ ঝুলে থাকতে দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে শুক্রবার দুপুরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) রাজু সরকার জানান, নিহত জাফরের সঙ্গে পারিবারিক ভাবে বাবা, ভাই, বোনদের বিরোধ ছিল প্রাথমিকভাবে জানা গেছে। তবে হত্যা না আত্মহত্যা হয়েছে তা নিরূপণের জন্য লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ভিসারা রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জেনে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

জেকেএস/

আর্কাইভ