• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চানাচুর-ডাল-চিপসে ক্ষতিকারক রং, ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৩, ০২:০৯ এএম

চানাচুর-ডাল-চিপসে ক্ষতিকারক রং, ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনা ব্যুরো

চানাচুর-ডাল-চিপসে ক্ষতিকারক রং মিশ্রণ এবং নকল চিপসের মোড়ক ব্যবহারের অপরাধে খুলনা ফুড অ্যান্ড এগ্রো প্রসেসিং নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে দৌলতপুরের বনানীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে খুলনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব।

তিনি জানান, দুপুরে নগরীর দৌলতপুর থানাধীন বনানীপাড়া এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চানাচুর, চিপস, ডাল ভাজাসহ অন্যান্য খাদ্য পণ্যে ক্ষতিকর রং মিশ্রণ এবং নকল চিপসের মোড়ক ব্যবহার করার অপরাধে খুলনা ফুড অ্যান্ড এগ্রো প্রসেসিং নামক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নকল চিপসের এক রিম ফয়েল জব্দ এবং বিপুল পরিমাণে ক্ষতিকর কেমিক্যাল রং ও নষ্ট মসলা ধ্বংস করা হয়। পাশাপাশি সকল নকল চিপসের মোড়ক খুলে পুনরায় কারখানার নিজস্ব মোড়কে ভরে বাজারজাত করার নির্দেশনা দেওয়া হয়।


অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন ক্যাব খুলনার সদস্য জেড এন সুমন ও  আনসার সদস্যবৃন্দ। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে।

এডিএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ