• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ছেলের নির্যাতনে ১০ দিন ধরে বাড়ি ছাড়া বৃদ্ধা

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৩, ১২:০১ এএম

ছেলের নির্যাতনে ১০ দিন ধরে বাড়ি ছাড়া বৃদ্ধা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে ছেলের অত্যাচারে জমিরন বেগম (৭৫) নামের এক বৃদ্ধা ১০ দিন ধরে বাড়ি ছাড়া। তার অভিযোগ, বাড়িসহ জমি তার ছেলের নামে রেজিস্ট্রি করে না দেওয়ায় ছেলে নজরুল ইসলাম তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে তিনি সহযোগিতা কামনা করেছেন।

ভুক্তভোগী জমিরন বেগম বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের একডালা গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। স্বামীর বাড়িতে ফেরাসহ ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ওই বৃদ্ধা। তিনি বর্তমানে তার মেয়ের বাড়ি টাঙ্গাইল শহরের এনায়েতপুর এলাকায় বসবাস করছেন।

জমিরন বেগম জানান, জমি নিয়ে তার ছেলে নজরুল ইসলামের সাথে বিরোধ চলছে। সেই সূত্র ধরে গত ২৮ মার্চ মঙ্গলবার তাকে নজরুল ইসলাম মারধর করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এ সুযোগে তার ঘরে তালা দেয় নজরুল ইসলাম। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করেন। ইউপি সদস্যরা তার বাড়িতে গেলে নজরুল ইসলাম তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এ বিষয়ে লিগ্যাল এইড ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন জমিরন বেগম।

জমিরন বেগমের মেয়ে লাভলী বেগম বলেন, জমি লিখে না দেওয়ায় আমার ভাই নজরুল মাকে মারধর করেছে। এছাড়াও মানসিকভাবেও নির্যাতন করে। এ বিষয়ে আমার বড় ভাই কিছুই বলেন না। ছেলেরা যে মায়ের সাথে এমন আচরণ করতে পারে আমার ভাইদের না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না। মা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন। আমি প্রতিবাদ করলে নজরুল ইসলাম আমাকেও মারধর করে। আমি ভাইদের বিচার চাই।

জমিরন বেগম বলেন, আমি কয়েকবার নজরুলকে বিদেশ পাঠিয়েছি। তারপরও নজরুল আমার সাথে জমি নিয়ে বিরোধ সৃষ্টি করছে। তাকে জমি লিখে না দেওয়ায় আমাকে বেধড়ক মারধর করেছে। আমার শরীরের বিভিন্ন জায়গায় এখনও জখম হয়ে রয়েছে। এছাড়া আমার মেয়েদেরও মারধর করেছে নজরুল। আমার স্বামীর ঘরে শান্তিতে বসবাস করতে চাই। এছাড়াও নজরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

স্থানীয় ইউপি সদস্য মর্জিনা বেগম বলেন, বিষয়টি জানার পর আমরা দুই ইউপি সদস্য জমিরনের বাড়িতে গিয়েছিলাম। এ বিষয়ে কথা বলতে চাইলে নজরুল ইসলাম খারাপ আচরণ করেন। এছাড়াও জমিরনের ঘরে তালা দিয়েছেন। জমিরন বাড়িতে গেলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে নজরুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম বলেন, আমার স্বামী রাগ করে ঘরে তালা দিছে। তবে আমার শাশুড়ি যেকোনো সময় তার ঘরে উঠতে পারেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

বিএস/

আর্কাইভ