• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পুলিশের মাথায় আঘাত করে পালিয়ে গেল আসামি

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩, ০৫:২৫ পিএম

পুলিশের মাথায় আঘাত করে পালিয়ে গেল আসামি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ওয়ারেন্টভুক্ত আসামির হামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর মডেল থানার কর্তব্যরত এক এসআই আহত হয়েছেন। বুধবার (৫ এপ্রিল) রাতে রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

সদর মডেল থানার ওসি মো. এমরানুল ইসলাম বলেন, শহরের উত্তর মৌড়াইল এলাকার ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াসিন মিয়া। রাতে তাকে গ্রেপ্তার করতে রেলস্টেশনে অভিযান চালায় পুলিশ। এ সময় স্টেশনের পাশে একটি চায়ের দোকানে থাকা অবস্থায় ইয়াছিন তার হাতের চায়ের কাপ দিয়ে এসআই সাইফুলের মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি বলেন, ইয়াছিন একজন পেশাদার ছিনতাইকারী। তাকে গ্রেপ্তারের জন্য আমাদের সর্ব্বোচ্চ চেষ্টা চলছে।

আর্কাইভ