প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ০১:১৮ এএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেবরের পিটুনিতে পারভীন আক্তার (৪২) নামে এক গৃহবধূর (ভাবি) মৃত্যু হয়েছে।
সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই মাসুম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় দেবর রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
নিহত পারভীন আক্তার উপজেলার সদর ইউনিয়নের মুশুরী এলাকার আব্দুল হাইয়ের মেয়ে।
নিহতের ভাই মাসুম মিয়া জানান, ২৫ বছর আগে পারিবারিক ভাবে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়ন এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে নজরুলের সঙ্গে তার বোন পারভীন আক্তারকে বিয়ে দেন। এরপর তাদের সংসারে একটি ছেলে ও মেয়ে জন্মগ্রহণ করে।
গত ২৭ মার্চ সকালে বোন জামাই নজরুলের ছোট ভাই রফিকুল ইসলামের সঙ্গে রফিকুল ইসলামের ছেলে রনি ঝগড়া করছিল। এসময় তার বোন পারভীন আক্তার এগিয়ে গিয়ে বাবা-ছেলের ঝগড়া থামাতে যায়।
একপর্যায়ে রফিকুল ও রনি লাঠি লোহার রড দিয়ে পারভিন আক্তারকে বেধড়ক পিটিয়ে আহত করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) গত ৩ এপ্রিল রাতে ঢাকা চিকিৎসাধীন অবস্থায় তার বোন পারভীন আক্তারের মৃত্যু হয়।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে পুলিশ দেবর রফিকুলকে গ্রেফতার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।