• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ফায়ার সার্ভিস আমাদের সাহায্য করেনি, ব্যবসায়ীদের অভিযোগ

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩, ১১:০১ পিএম

ফায়ার সার্ভিস আমাদের সাহায্য করেনি, ব্যবসায়ীদের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রাজধানীর বঙ্গবাজার মার্কেট। ব্যবসায়ীদের অভিযোগ, ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের কোনো সাহায্য করেনি। এমনকি তারা (ফায়ার সার্ভিস কর্মীরা) আগুন নেভাতে শুধু পুলিশ হেডকোয়র্টারে পানি দিয়েছে, মার্কেটে নয়।


আগুন নেভেনি ফায়ার সার্ভিসের ব্যর্থতায় উল্লেখ আদর্শ মার্কেটের দ্বিতীয় তলার দোকান মালিক বাবু বলেন, ‘আমার দোকানে ২ লাখ টাকা ছিল, যখন আগুন লাগে তখন আমি ফায়ার সার্ভিসের কর্মীদের পায়ে পর্যন্ত ধরছি যে আমার টাকা বের করতে দেন।’

 

ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদের কোনো সাহায্য করেনি উল্লেখ করে তিনি বলেন, ‘তারা শুধু পুলিশ হেডকোয়ার্টারে পানি মারে, ওপর থেকে হেলিকপ্টার দিয়ে পুলিশ হেডকোয়ার্টারে পানি মারে এমনকি ফ্লাইওভারের ওপর দিয়ে পুলিশ হেডকোয়ার্টারে পানি মারে। অথচ এদিকে যে মার্কেটে আগুন লাগছে সেখানে উনারা কোনো পানি দিচ্ছে না। আমার কাছে এ ঘটনার ভিডিও পর্যন্ত আছে।’

 

আদর্শ মার্কটের দ্বিতীয় তলার মাসুম নিউ কালেকশনের দোকান মালিক মাসুম বলেন, ‘আমার ২০ বছরের শ্রম আজকে সব শেষ, আমি একদম নিঃস্ব। আমার দোকান থেকে আমি একটা মাল বের করতে পারিনি। ঈদ উপলক্ষে আমি এক কোটি টাকার ওপরে মালামাল উঠিয়েছিলাম। এ আগুনে আমার সব শেষ হয়ে গেছে।’

 

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে ভয়াবহ আগুন লাগে বঙ্গবাজার মার্কেটে। সাড়ে ৬ ঘণ্টা পর দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

 

তিনি বলেন, বাতাসের জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। সকাল ৬টা ১০ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করে। বঙ্গবাজারের টিনশেড দোতলা মার্কেট পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

 

এরই মধ্যে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ আনতে দেখা দেয় পানির সংকট। আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি আনা হয়। আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার দিয়ে ওপর থেকে পানি ছিটানো হয়।

আর্কাইভ