• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

জীবিত গরু রেখে গেলেন, এসে পেলেন চামড়া ও হাড়!

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৩, ০৫:০৮ পিএম

জীবিত গরু রেখে গেলেন, এসে পেলেন চামড়া ও হাড়!

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে সোহাগ মিয়ার কসাইখানায় রেখে যাওয়া গরু জবাই করে মাংস নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২ এপ্রিল) শহরের পুরাতন ফেরিঘাট এলাকার পঙ্কুমিয়ার বাজারের এ ঘটনা ঘটে।

কসাই সোহাগ মিয়া বলেন, প্রতিদিনের মতোই রমজান উপলক্ষে জবাই করার জন্য নরসিংদীর নারায়ণপুর থেকে ৬০ হাজার টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসি। শনিবার (১ এপ্রিল) রাত ১০টায় গরুকে খাবার খাইয়ে বাড়িতে যাই। পরে ভোর ৫টায় এসে দেখি কসাইখানায় গরুর চামড়া পড়ে আছে। জবাই করে কে বা কারা মাংস নিয়ে গেছেন। আব্বা ও আমার তিন যুগের এই পেশায় এমন ঘটনা এই প্রথম, তাই মেনে নিতে কষ্ট হচ্ছে।

তিনি আরও বলেন, বাজারে গরুর গোশতের দাম অনেক বেশি। বর্তমানে ভৈরব শহরের সর্বত্র পুলিশ টহল বৃদ্ধির কারণে গরু চুরি করে নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় চোরচক্র গরু জবাই করে মাংস নিয়ে যাওয়াকেই নিরাপদ মনে করায় তারা এমন কাণ্ড ঘটিয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, বিষয়টি শুনেছি; তবে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর্কাইভ