• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৩, ০২:২২ এএম

বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোংলা প্রতিনিধি

মোংলায় বিয়ের কথা বলে এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সোহাগ হোসেনকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ এপ্রিল) ভোরে পালিয়ে যাওয়ার সময় মামার ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পলিশ। রবিবার (২ এপ্রিল) দুপুরে আদালতে উপস্থিত করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠান।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে ওসি মনিরুল ইসলাম বলেন, ছয় মাস আগে পৌর শহরের আঁখি সিনেমা হল এলাকার বাসিন্দা সোহাগ হোসেন ওই তরুণীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। গত ৩১ মার্চ সন্ধ্যায় সোহাগ তাকে বিয়ে করার কথা বলে শহরের ‘সিঙ্গাপুর আবাসিক’ হোটেলে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

পরে বিয়ের চাপ দিলে গত ১ এপ্রিল সকালে সোহাগ ওই তরুণীকে ভোটার আইডি কার্ড আনার কথা বলে বাড়িতে পাঠান।তবে তরুণী পরে আর তার মোবাইলফোন খোলা পাননি, যোগাযোগ করাও তার পক্ষে সম্ভব হয়নি। পরে ওই তরুণী থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ এনে সোহাগের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
 

আর্কাইভ