প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৩, ০২:১৪ এএম
বরগুনায় তরমুজ চুরির অপবাদে শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগে আদালতে মামলা করা হয়েছে।
রোববার (২ এপ্রিল) দুপুরে বরগুনার শিশু আদালতে তিনজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ওই শিশুর বাবা। পরে আদালতের বিচারক মো. মশিউর রহমান খান মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এ মামলায় অভিযুক্তরা হলেন: বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের
আবদুল মোতালেব মিয়া, তার ছেলে সবুজ এবং একই গ্রামের সেকান্দার মুন্সির ছেলে মামুন।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিশুকে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায়। পরে স্থানীয়দের কাছে বিষয়টি জানতে পেরে ওইদিন রাত ৯টার দিকে ভুক্তভোগী শিশুর মা-বাবা অভিযুক্ত সবুজের বাড়িতে যান। শিশুটিকে হাত-পা বেঁধে পেটাতে দেখেন তারা। পরে তারা শিশুটিকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, ‘সামান্য তরমুজ চুরির অপবাদ দিয়ে আমার ছেলেকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গেছে। পরে অভিযুক্ত সবুজের ঘরের বারান্দায় হাত-পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে সমস্ত শরীর রক্তাক্ত করে ফেলে। তাদের নির্যাতনে আমার ছেলে প্রস্রাব করে দেয়। আমি ও আমার স্ত্রী তাদের হাত-পা ধরলেও তারা নির্যাতন বন্ধ করেনি। একপর্যায়ে আমার ছেলে জ্ঞান হারায়। তখন আসামিরা আমার ছেলের ওপর নির্যাতন বন্ধ করে। আমি ছেলেকে নিয়ে বরগুনা হাসপাতালে নিয়ে আসতে চাইলে তারা বাধা দেয়। পরদিন আমার ছেলেকে বরগুনা হাসপাতালে ভর্তি করাই।’
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আহমেদ বলেন, ‘গ্রেফতারি পরোয়ানার কোনো আদেশ এখন পর্যন্ত আমরা পাইনি। পেলে আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করব।’