• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চার মিষ্টি দোকানকে জরিমানা করেছে

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৩, ১২:৫৯ এএম

চার মিষ্টি দোকানকে জরিমানা করেছে

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চার মিষ্টির দোকানসহ পাঁচ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (২ এপ্রিল) দুপুরে উপজেলার চুণ্টা ও ভূইশ্বর বাজারে এ অভিযান চালানো হয়।

এ সময় মূল্যতালিকা না থাকা, নামহীন, অস্বাস্থ্যকর ও ক্ষতিকর শিশুখাদ্য বিক্রির দায়ে ৫টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

অভিযান শেষে মো. মেহেদী হাসান জানান, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে নামহীন, অস্বাস্থ্যকর, ক্ষতিকর শিশুখাদ্য বিক্রির দায়ে মেসার্স জয় দুর্গা স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, মূল্যতালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধে আরও ৪টি প্রতিষ্ঠানকে ১১ হাজার জরিমানা করা হয়। সব মিলিয়ে ৫টি প্রতিষ্ঠানকে বিভিন্ন ধারায় মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের সতর্ক করে দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

পরে জব্দ করা খাদ্যদ্রব্য জনসম্মুখে ধ্বংস করে ব্রাহ্মণবাড়িয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের আভিযানিক দল।

 

এএল/

 

আর্কাইভ