• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

যশোরে ২ যুবক খুন

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩, ০৫:৩০ পিএম

যশোরে ২ যুবক খুন

ছবি: সংগৃহীত

যশোর প্রতিনিধি

যশোরে আলাদা ঘটনায় দুই যুবক খুন হয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে যশোর সদরের ঘুরুলিয়া গ্রামে ও শহরের পূর্ববারান্দী নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলী (২৭) উপজেলার ঘুরুলিয়া গ্রামের লতিফ মিয়ার ছেলে এবং নাহিদ (১৮) শেখহাটি গ্রামের বাচ্চু শেখের ছেলে। এর মধ্যে ইউসুফ আলী তার ছোট ভাইয়ের হাতে এবং নাহিদকে দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে ইউসুফের ছোট ভাই ইউনুসের সঙ্গে পারিবারিক কলহের কারণে হাতাহাতি হয়। একপর্যায়ে ইউসুফ তার বড় ভাই ইউনুসের বুকে ছুরিকাঘাত করেন। হাসপাতালে আনার পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে, রাত ৯টার দিকে শহরের পূর্ববারান্দী নাথপাড়া নদীর পাড়ে মাঠের মধ্যে কে বা কারা নাহিদের গলায় ছুরিকাঘাত করে চলে যায়। গোঙানির আওয়াজ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথে নাহিদের মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক সালাউদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুজনের মৃত্যু হয়। তবে ধারণা করা হচ্ছে, প্রচুর রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কী কারণে তারা খুন হয়েছেন পুলিশ তা তদন্ত করে দেখছে।

আর্কাইভ