• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কালবৈশাখী ঝড়ে মসজিদের কাচ ভেঙে ১৫ মুসল্লি আহত

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩, ০৫:২২ পিএম

কালবৈশাখী ঝড়ে মসজিদের কাচ ভেঙে ১৫ মুসল্লি আহত

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ের বাতাসে মসজিদের কাচ ভেঙে প্রায় ১৫ জন মুসল্লির আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিয়া জামে মসজিদের ইমাম ও জান্নাতুল বাকি হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মো. এমদাদুল হক

জানা গেছে, বৃহস্পতিবার রাতে রমজানের তারাবির নামাজ পড়ার জন্য নলছিয়া গ্রামের মুসল্লিরা জামে মসজিদে যান। মুসল্লিরা সিজদায় গেলে আকস্মিক কালবৈশাখী ঝড়ে মসজিদের কাচের দরজা পড়ে ভেঙে যায়। এতে কাচ দ্রুত ছড়িয়ে পড়লে মুসল্লিদের শরীরের বিভিন্ন অঙ্গে আঘাতে আহত হন- নলছিয়া গ্রামের রহমত মন্ডলের ছেলে এনামুল হক (৫০), মহসিন আলী (পেছি) সরকারের ছেলে নুর ইসলাম (৪৫), শামসুল মন্ডলের ছেলে আছাদুল্লাহ মন্ডল (৬০), সোহরাব মেকার (৬০), সেকান্দর শেখের ছেলে মুসা শেখ (৬০), সোনা মিস্ত্রি (৫৫), তৈয়বুর রহমান (৬০), মুস্তাফিজুর রহমানের ছেলে মুবাশ্বির হাসান (১৬), আব্দুল আজিজ সরকারের ছেলে আব্দুল মামুন (১৬), নলছিয়া জান্নাতুল বাকি হাফিজিয়া মাদরাসার ছাত্র ছাব্বির মিয়া’সহ (১০)।

আহতরা বর্তমানে প্রাথমিক চিকিৎসা নিয়ে সবাই নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

নলছিয়া জামে মসজিদের ইমাম ও জান্নাতুল বাকি হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মো. এমদাদুল হকের দাবি, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও তারাবি নামাজ পড়া অবস্থায় ৯টার দিকে ঝড় শুরু হয়। মুসল্লিরা সিজদায় গেলে হঠাৎ কাচের দরজার ভেঙে কাচ ছিটকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগে তারা আহত হন।

 

এএল

আর্কাইভ