• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
অঞ্চলভেদে হুঁশিয়ারি সংকেত

লঘুচাপের প্রভাবে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩, ০৪:০৮ এএম

লঘুচাপের প্রভাবে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মৌসুমি বায়ু ও পশ্চিমা লঘুচাপের প্রভাবে সারা দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। অঞ্চলভেদে এক ও দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেতও দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য সংশোধিত সতর্কবার্তায় এ পূর্বাভাস দেয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ