• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মাইকে হ্যালো বলতেই মারা গেলেন যুবক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩, ০১:১৪ এএম

মাইকে হ্যালো বলতেই মারা গেলেন যুবক

ছবি: সংগৃহীত

দেশজুড়ে ডেস্ক

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাইকে হ্যালো বলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মোজাম্মেল নামে এক যুবক। বৃহস্পতিবার (৩০ মার্চ) স্থানীয় ইউপি সদস্য আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২৯ মার্চ) বিকেলে ওই ইউনিয়নের হরিনাম মন্দিরে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি একই এলাকার হাফিজ উদ্দিন বেপারীর ছেলে মোজাম্মেল।

আক্তার হোসেন জানান, বুধবার বিকেলে ওই এলাকায় ডেকোরেশনের কাজ করছিলেন মোজাম্মেল। এ সময় সাউন্ড বক্স রেডি করার সময় মাইকের সঙ্গে বিদ্যুৎ সংযোগ হয়। 

সাউন্ড ঠিক আছে কি না দেখতে গিয়ে মাইক হাতে নিয়ে হ্যালো বলতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ