• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাজধানীতে একসঙ্গে চার বান্ধবী নিখোঁজ

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ০৬:৩৯ পিএম

রাজধানীতে একসঙ্গে চার বান্ধবী নিখোঁজ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরে স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে চার বান্ধবী উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৮টায় স্কুলের কথা বলে বাসা থেকে বেরিয়ে আর বাসায় ফেরেনি এই চার বান্ধবী। পরে রাতে এ ঘটনায় চার শিক্ষার্থীর অভিভাবক কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জানা যায়, নিখোঁজ চার শিক্ষার্থী মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা। তারা চারজনই বান্ধবী। তাদের মধ্যে তিনজন একটি মাদরাসার শিক্ষার্থী, আরেকজন একটি স্কুলে পড়ে। নিখোঁজ এক শিক্ষার্থীর বাবা জিডিতে বলেন, মঙ্গলবার সকালে তার মেয়ে মাদরাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। দুপুরের পর তিনি জানতে পারেন, মেয়ে মাদরাসায় যায়নি। অনেক খোঁজার পর জানতে পারেন, মেয়ের আরও তিন বান্ধবী বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, নিখোঁজ চার শিক্ষার্থীর কারও কাছে মোবাইল ফোন নেই। এ জন্য সহজে তাদের ট্রেস করা যাচ্ছে না। আমরা কাজ করছি।

 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ