• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আপা বলায় সাংবাদিকের ওপর রেগে গেলেন চিকিৎসক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ০৪:৩৯ পিএম

আপা বলায় সাংবাদিকের ওপর রেগে গেলেন চিকিৎসক

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি

এবার ‘আপা’ বলায় সাংবাদিকদের ওপর রেগে গেলেন এক নারী চিকিৎসক। ওই চিকিৎসকের নাম নিরুপমা পাল। তিনি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার। সাংবাদিকদের তিনি বলেছেন, আপা নয় তাকে ম্যাডাম বলতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসকের এমন কথোপকথনের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। চিকিৎসকের এমন আচরণে নেতিবাচক মন্তব্য করছেন নেটিজেনরা।

এদিকে একটি মারামারির ঘটনায় আহতদের ইনজুরি সার্টিফিকেট নিয়ে গত বৃহস্পতিবার ২৪ মার্চ স্থানীয় কয়েকজন সাংবাদকর্মী তার বক্তব্য জানতে হাসপাতালে গেলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, বিপ্লব শান্ত নামে স্থানীয় এক সাংবাদিক ওই চিকিৎসককে প্রশ্ন করেন, ‘আপা আপনার নাম কি?’ নিজের নাম নিরুপমা পাল জানিয়ে ওই চিকিৎসক উত্তেজিত হয়ে বলেন, ‘আপনি আমাকে আপা বলছেন কেন?’

এ সময় আরেকজন সাংবাদিক জানতে চান তাহলে আপনাকে কি বলতে হবে, ‘ম্যাডাম’। তখন চিকিৎসক নিরুপমা পাল বলেন, ‘হ্যাঁ অবশ্যই’। সাংবাদিকরা প্রশ্ন করেন কেন আপনাকে ‘ম্যাডাম’ বলতে হবে-এই প্রশ্নের জবাবে ওই নারী চিকিৎসক পাশের একজনকে বলেন, ‘আচ্ছা উনি কেন আমাকে হ্যারাজ করতেছে?’ তখন অন্য একজন বলেন, ‘হ্যারাজ তো আপনি করতাছেন।’

এ সময় ওই চিকিৎসক বলেন, ‘হ্যারাজ আমি করতাছি!’ ওই দিনই চিকিৎসকের কথোপকথনের এই ভিডিওটি সাংবাদিক বিপ্লব শান্ত তার ফেসবুক পেইজে আপলোড করেন। যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ বিষয়ে জানতে প্রথমে চিকিৎসক নিরুপমা পালের মুঠোফোনে ফোন করলে তিনি রিসিভ করেনেনি। পরে তার স্বামী ডা. পার্থ ফোন রিসিভ করে জানান, ভাইরাল ভিডিও নিয়ে তার স্ত্রী মানসিকভাবে কিছুটা বির্পযস্ত। এ কারণে তিনি ফোনে কারো সাথে কথা বলছেন না।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মো. মোয়াজ্জেম আলী সাংবাদিকদের বলেন, ‘চিকিৎসক নিরুপমা পাল ও সাংবাদিকদের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি সম্পর্কে আমি অবগত। ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে। বিষয়টি মীমাংসা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়ে চিকিৎসক নিরুপমা পালকে সতর্ক করা হয়েছে।’

আর্কাইভ