• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অসুস্থ্য শাশুড়ির জন্য রান্না করা সময় মাথায় খেজুর গাছ পড়ে প্রাণ গেলো গৃহবধুর

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩, ০১:৩০ এএম

অসুস্থ্য শাশুড়ির জন্য রান্না করা সময় মাথায় খেজুর গাছ পড়ে প্রাণ গেলো গৃহবধুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভালুকায় বাড়ির উঠানে রান্না করার সময় খেজুর গাছের গুড়ি ভেঙে পড়ে গাছের চাপায় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম চায়না আক্তার (৩৫)। শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলার মল্লিকবাড়ীর ইউনিয়নের গোবুদিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে ।

নিহত নারী ওই এলাকার নুরুল ইসলামের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গৃহবধূর বাড়ির ওঠানে তার অসুস্থ শাশুড়ির জন্য রান্না করার সময় হঠাৎ উঠানের পাশে থাকা খেজুর গাছটির গুড়ি ভেঙে গৃহবধূর উপরে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। খেজুর গাছের গুড়ি পচে নষ্ট হয়ে ওই নারীর উপর পড়ে তার মৃত্যু হয়। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

আর্কাইভ