• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

পাটুরিয়ায় বেড়েছে যাত্রীর চাপ

প্রকাশিত: জুন ২৭, ২০২১, ০২:২২ পিএম

পাটুরিয়ায় বেড়েছে যাত্রীর চাপ

মানিকগঞ্জ প্রতিনিধি

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। ভাইরাসের প্রাদুর্ভাব রোধ করতে আগামী ১ জুলাই থেকে কঠোর লকডাউনে যাচ্ছে দেশ। এ খবরে শনিবার থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়ায় যাত্রীদের ভিড় বেড়েছে। একই সঙ্গে বেড়েছে ব্যক্তিগত গাড়ি। যা আজও বিদ্যমান রয়েছে।

রোববার (২৭ জুন) সকালে সরেজমিনে ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, শুধু রাজধানী ঢাকা থেকে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রীই নন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা রাজধানীগামী যাত্রীদেরও চাপ রয়েছে। যাত্রীরা প্রাইভেট কার, অটোরিকশা, রিকশা ও ভ্যানে করে ভেঙে ভেঙে ঘাট এলাকায় আসছেন। এতে কয়েকগুণ অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে তাদের। ঘাটে ফেরি আসলেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই হুড়মুড়িয়ে তাতে উঠে যাচ্ছেন যাত্রীরা। ছোট যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলের আধিক্য ছিল চোখে পড়ার মতো। 

বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মোট ১৬টি ফেরির মধ্যে ১৪টি দিয়ে জরুরি যানবাহন পারাপার করা হচ্ছে। এসব যানবাহনের পারাপারের সময় যাত্রীরা ফেরিতে উঠে পড়ছেন। এক প্রকার বাধ্য হয়েই তারা যাত্রীদের পার করছেন।

এ দিকে ছোট যানবাহনে যাত্রী পরিবহণ ঠেকাতে পাটুরিয়া ফেরি ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন মানিকগঞ্জ জেলা প্রশাসন। এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বসেছে পুলিশের চেকপোস্ট।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্র মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৪৮১ জনের। তাদের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৩১৬ জন। মারা গেছেন ৫০ জন।

সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, 'বিধি-নিষেধের মধ্যেও কেউ কেউ স্বাস্থ্যবিধি না মেনে রাস্তাঘাটে চলাচল করছেন। এতে করোনা সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে।'

জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ বলেন, 'মানিকগঞ্জে করোনা সংক্রমণ কিছুটা বেড়েছে। লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে পাটুরিয়া ঘাট ও জেলা শহরসহ গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।'

মামুন/নির্জন

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ