• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চিকিৎসকসহ ২ মোটরসাইকেল আরোহী ট্রাকচাপায় নিহত

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩, ০৬:০০ পিএম

চিকিৎসকসহ ২ মোটরসাইকেল আরোহী ট্রাকচাপায় নিহত

মাগুরা প্রতিনিধি

মাগুরার শালিখার আড়পাড়া এলাকায় ট্রাকচাপায় চিকিৎসকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে মাগুরা ও যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শালিখার জুনারী গ্রামের মুহম্মদ মোল্লার ছেলে ও দন্ত চিকিৎসক সাহাবুর রহমান (৪৫) এবং একই গ্রামের শামীমুর মোল্লার ছেলে ও দোকানের কর্মচারী শাকিব হোসেন (২৩)।

পুলিশ ও নিহতদের পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে শালিখার আড়পাড়া বাজার থেকে সাহাবুর ও শাকিব মোটরসাইকেলে করে শালিখার জুনারী গ্রামে বাড়িতে ফেরার পথে আড়পাড়ায় একটি কাভার্ড ভ্যানকে সাইড দিতে গেলে অপর একটি বালু বোঝাই ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

শালিখা থানার ওসি মোশারফ হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুর ২৫০ শর্য্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে এবং ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে।

 

এএল/     

আর্কাইভ