• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বিদায় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরা হলো না ২ পরীক্ষার্থীর

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩, ০৪:৫১ পিএম

বিদায় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরা হলো না ২ পরীক্ষার্থীর

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলের সূর্যমনি ইউনিয়নে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে দুই এসএসসি শিক্ষার্থী নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় অপর এক ছাত্র আহত হয়। বুধবার (২১ মার্চ) এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই এলাকার মিরাজ মোস্তফা আনসারীর ছেলে নাফিস মোস্তফা আনসারী (১৬) ও বাবুল হাওলাদারের ছেলে মারুফ হাওলাদার (১৫)। তারা উপজেলার ইন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ইন্দ্রকল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে বিকেলে বাড়ি ফেরার পথে পূর্ব বিরোধের জেরে স্কুলের পাশের ব্রিজের ওপর নবম শ্রেণির একদল শিক্ষার্থী (কিশোর গ্যাং) হামলা চালায়। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হলে তাদের উদ্ধার করে এলাকাবাসী বাউফল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সন্ধ্যায় সেখানে পৌঁছালে জরুরি বিভাগের চিকিৎসক নাফিস ও মারুফকে মৃত ঘোষণা করেন। আহত সিয়াম চিকিৎসাধীন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক কবির উদ্দিন।

বাউফল থানার ওসি আল মামুন জানান, ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

 

এএল/

আর্কাইভ