• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

তরমুজ পিস হিসেবে কিনে কেজি হিসেবে বিক্রি করায় জরিমানা

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩, ১২:৩৭ এএম

তরমুজ পিস হিসেবে কিনে কেজি হিসেবে বিক্রি করায় জরিমানা

ছবি: সংগৃহীত

বরিশাল প্রতিনিধি

তরমুজ পিস হিসেবে কিনে কেজি হিসেবে বিক্রি করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালে ৫ ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে।

আজ বুধবার (২২ মার্চ) দুপুরে বরিশাল নগরের চৌমাথা বাজার এলাকায় ফলের দোকানে এই অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্রের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করেন র‌্যাব-৮-এর সদস্যরা।

অভিযান শেষে সহকারী পরিচালক সাফিয়া সুলতানা জানান, বাজারে পিস হিসেবে তরমুজ বিক্রি হলেও রমজান মাসের আগমনকে কেন্দ্র করে কেজি দরে তা বিক্রি শুরু করেন খুচরা বিক্রেতারা। এমন খবরে অভিযানে নেমে সত্যতা পেয়ে ৫ ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

রমজান মাসকে কেন্দ্র করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক।

আর্কাইভ