• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

‘অসুস্থ মানুষের সেবা করা অপরাধ হলে আমি অপরাধী’

প্রকাশিত: মার্চ ২১, ২০২৩, ১০:৫৪ পিএম

‘অসুস্থ মানুষের সেবা করা অপরাধ হলে আমি অপরাধী’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নানা কর্মকাণ্ডে মাঝেমধ্যেই আলোচনায় আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। এবার দুই নেতা তার পা টিপছেন- এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

ছবিতে দেখা যায়, রেজাউল হক রুবেল শুয়ে শুয়ে মোবাইল দেখছেন আর তার পা টিপে দিচ্ছেন চবি ছাত্রলীগের উপ-কর্মসূচি বিষয়ক সম্পাদক শামীম আজাদ ও উপ-ক্রীড়াবিষয়ক সম্পাদক শফিউল ইসলাম।

ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে নিয়াজ আবেদিন পাঠান নামে একজন লিখেছেন, ‘যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে হয়তো এমনি হয়। আমরা গর্বিত এমন সভাপতি পেয়ে।’ মুহূর্তেই ছবিটা ভাইরাল হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এমন দৃশ্য দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

রেজাউল হক রুবেল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০০৬-০৭ সেশনের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ে ১৭ বছর পার করে দিলেও নিজেকে এখনো শিক্ষার্থী হিসেবেই পরিচয় দিয়ে থাকেন। এ ছাড়া বর্তমান নেতাকর্মীদের মধ্যে বয়সের দিক দিয়ে তিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। গত ৫-৭ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া বেশিরভাগ শিক্ষকই ছাত্রলীগের এ নেতার চেয়ে বয়স এবং ব্যাচের দিক থেকে জুনিয়র।

তবে অসুস্থ থাকায় এই নেতারা তাকে সেবাযত্ন করেছেন বলে জানিয়েছেন রেজাউল হক রুবেল। তিনি গণমাধ্যমকে বলেন, আমি চবি ছাত্রলীগের সভাপতি, এর বাইরে আমি একজন মানুষ। আমরা যারা পরিবার থেকে দূরে থাকি তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবাই সবার পরিবার হয়ে উঠি। কেউ অসুস্থ হলে আমরাই একে অন্যকে সেবাযত্ন করি। ঠিক এভাবেই এক দুই বছর আগে খুব অসুস্থ ছিলাম, তখন আমার শরীরে ইউরিক এসিড বেড়ে পা দুটি ফুলে যায়। শুধু মানবিক দিক বিবেচনায় ছোট ভাইয়েরা আমার সেবাযত্ন করে। 

তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ  একজন এই ছবি তুলে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য ছড়িয়েছে। অসুস্থ মানুষের সেবা করা যদি অপরাধ হয়, তাহলে আমি অপরাধী। আমি ছাত্রলীগের সভাপতি বলেই এই সাধারণ বিষয়টাকে বাজেভাবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে।

 

/এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ