• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

বিধবার সঙ্গে আপত্তিকর অবস্থায় মেম্বারপুত্র, বিয়ে দিলো জনতা

প্রকাশিত: জুন ২৭, ২০২১, ০৯:২৬ এএম

বিধবার সঙ্গে আপত্তিকর অবস্থায় মেম্বারপুত্র, বিয়ে দিলো জনতা

দেশজুড়ে ডেস্ক

মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্ক। এরপর গভীর রাতে বিধবার বাড়িতে আসা-যাওয়া করতেন মেম্বারপুত্র। গড়তেন শারীরিক সম্পর্ক। এভাবেই চলছিল তাদের অভিসার। একসময় বিষয়টি এলাকাবাসীর নজরে আসে।অন্যদিনের মতো শুক্রবার (২৫ জুন) দিবাগত রাতেও বিধবার বাড়িতে আসেন মেম্বারপুত্র। বিষয়টি বুঝতে পেরে সেখানে হানা দেয় এলাকাবাসী। আপত্তিকর অবস্থায় ধরে ফেলে দুজনকে।

ঘটনাটি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের। পরে শনিবার (২৬ জুন) সন্ধ্যায় দেওটি কাজী অফিসে উভয়ের সম্মতিতে বিয়ে দেয়া হয় এই যুগলের। বিয়েতে দেনমোহর ধার্য করা হয়এক লাখ এক টাকা। দেওটি ইউনিয়ন চেয়ারম্যান নূরুল আমিন শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দেওটি পালপাড়া গ্রামের ডাক্তার বাড়ির মৃত সাজু মিয়ার বিধবা স্ত্রী দুই সন্তানের জননী হাসি আক্তার (৩০)। তার সঙ্গে ফোনে পার্শ্ববর্তী পিতাম্বপুর গ্রামের ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের ছেলে তারেকের (২৭) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকে ওই যুবক বিধবার বাড়িতে রাতের বেলায় আসা-যাওয়া করত। শুক্রবার দিবাগত গভীর রাতে আবারও ওই বাড়িতে আসে তারেক। বিষয়টি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী তাদের উভয়কে আপত্তিকর অবস্থায় আটক করে। পরে ওই যুবককে উত্তমমধ্যম দিয়ে পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আটকে রেখে তাদের বিয়ের সিদ্ধান্ত হয়। দুজনই বিয়েতে সম্মতি দিলে শনিবার সন্ধ্যার দিকে দেওটি ইউনিয়নের কাজী অফিসে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।

সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) আলিম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা একে অপরকে বিয়ে করেতে রাজি ছিল। তাই তাদেরকে দেওটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পাঠানো হয়। জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।

সবুজ/এএমকে

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ