• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পরকীয়ার জেরে ২ সন্তানকে হত্যা : গ্রেফতার ৩

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩, ০৭:১০ পিএম

পরকীয়ার জেরে ২ সন্তানকে হত্যা : গ্রেফতার ৩

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার কেরানীগঞ্জের গন্দাবাগে পরকীয়ার জেরে দুই সন্তানকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। গ্রেফতার ব্যক্তিরা হলেন মামলায় অভিযুক্ত জোলহাস, কেরানীগঞ্জ গোল্ডেন পার্কের ম্যানেজার রাকিব ও মালিক জাকির হোসেন।

গত বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোরে তাদের গ্রেফতার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এর আগে গ্রেফতার হওয়া মৃতদের মা জিন্নাত বেগমকে তিন দিনের রিমান্ড শেষে আজ আবারো রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক গাজী ফজলুল হক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার রহস্য উদঘাটন হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তদন্তের স্বার্থে তা বলা যাবে না। তবে অনেকটা পজেটিভ বলে মন্তব্য করেছেন তিনি।

জানা গেছে, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের তনু বেপারী বাড়ির দলিলু রহমানের ছেলে রাজমিস্ত্রি মোকলেছুর রহমান মিরাজ এক বছর ধরে পরিবার নিয়ে ঢাকার গন্দাবাগে রবিন নামে এক ব্যক্তির বাসা ভাড়া করে বসবাস করে আসছিলেন। গত শনিবার তিনি কাজে যান। কাজ থেকে সন্ধ্যায় ফিরে এসে দেখেন বাসায় তালা দেয়া। কিছুক্ষণ পর তার এক পরিচিত ব্যক্তি তাকে ফোন করে বলে, বরিশালের বাসিন্দা তার বাসার কাছে ইলিট্রিক মিস্ত্রি জোলহাসের সাথে যোগাযোগ করার জন্য। জোলহাসকে ফোন করলে তিনি বলেন, কদমতলী যাওয়ার জন্য। সেখানে যাওয়ার পর একটি অ্যাম্বুলেন্স আসে। মিরাজ অ্যাম্বুলেন্সে দেখেন, তার স্ত্রী জিন্নাত বেগম, জোলহাস ও মৃত দুই সন্তান হাফিজা আক্তার (৬) ও তানজিল হোসেন (৩)। সেখানে তার স্ত্রীর হাতে থাকা মোবাইলটি নিয়ে জোলহাস পালিয়ে যান।

এ ব্যাপারে মিরাজ বলেছিলেন, তার স্ত্রীর সাথে জোলহাসের পরকীয়া ছিল। সন্তানদের মৃত্যুর বিষয়ে স্ত্রীর কাছে জানতে চাইলে সে জানায়, জোলহাসসহ দুই সন্তান নিয়ে কেরানীগঞ্জ গোল্ডেন পার্কে যান। এ সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

মিরাজ তার স্ত্রী জিন্নাত ও জোলহাসের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেছেন বলেও জানান।

আর্কাইভ