• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

শ্রীমঙ্গলে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩, ০৬:৫৫ পিএম

শ্রীমঙ্গলে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। গত ১১ মার্চ কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি চলাকালে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমানসহ বিএনপি নেতাকর্মীর ওপর আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

আজ (১৬ মার্চ) সকালে বিক্ষোভ মিছিলটি চৌমুনা হতে শুরু হয়ে সাইফুর রহমান সুপার মার্কেটে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সময়ে শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দীকির সভাপত্বিতে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাফিজুর রহমান চৌধরী (তুহিন) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দীন তাজু, যুগ্ম সম্পাদক মকসুদুর রহমান মকসুদ, উপজেলা যুবদলের আহবায়ক, মহিউদ্দীন (ঝারু), উপজেলা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক আব্দুল কাদির, শ্রম বিষয়ক সম্পাদক সোহেল মিয়া, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নুর ইসলাম, উপজেলা ছাত্র দলের সভাপতি মো. জালাল উদ্দীন, পৌর ছাত্রর দলের সভাপতি জাহিদ, সাধারণ সম্পাদক রিমন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তৈয়ব, তাঁতী দলের সভাপতি সবুজ, সাধারণ সম্পাদক মুকিদ, উপজেলা শ্রমিক ধলের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ। 

সমাবেশে বক্তারা যুবলীগ ও ছাত্রলীগের পরিকল্পিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি চাল, ডাল, তেল, কৃষি উপকরণ, শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে সারা দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার হরণকারী অবৈধ ফ্যাসিস্ট সরকারের সাধারণ মানুষের প্রতিবাদের মিছিল যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে-ঠিক তখনই নিজেদের গদি রক্ষার জন্য সর্বশেষ অপচেষ্টার পথ খুঁজে নিয়ে মানবন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দান ও হামলা মামলা করছে।


এছাড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান ও জেলা জাসাস এর সাধারণ সম্পাদক জসিম উদ্দীনসহ অসংখ্য নেতাকর্মীদের গুরুতর আহত করে রাজপথে রক্ত ঝরিয়েছে। অবিলম্বে এই কাপুরুষিত নগ্ন হামলার সঙ্গে জড়িত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

এএল/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ