• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জানাজা পড়িয়ে কর্মস্থলে যাওয়া হলো না মাদরাসা শিক্ষকের

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩, ১২:১৬ এএম

জানাজা পড়িয়ে কর্মস্থলে যাওয়া হলো না মাদরাসা শিক্ষকের

ছবি: সংগৃহীত

বরগুনা প্রতিনিধি

আত্মীয়ের জানাজা পড়িয়ে কর্মস্থলে যাওয়ার পথে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে বরগুনা সদরের তোতারবান্দা এলাকায় ট্রাক চাপায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটির চালককে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১৫ মার্চ) দুপুর দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষকের নাম আব্দুস সাত্তার (৫৫)। তিনি বরিশালের শায়েস্তাবাদ দাখিল মাদরাসায় কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আব্দুস ছত্তার তার বাড়ি থেকে মোটরসাইকেলে করে বরগুনা সদরের বুড়িরচর থেকে বরিশালের শায়েস্তাবাদ দাখিল মাদ্রাসায় যাচ্ছিলেন।

এসময় পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি তেল বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটির চালককে আটক করে পুলিশে খবর দেয়।

নিহতের স্বজনরে জানান, আব্দুস ছত্তারের ফুফা মারা যান গতকাল মঙ্গলবার। আজ সকালে জানাজা পড়িয়ে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন আব্দুস ছত্তার। এসময় ট্রাক চাপায় মারা যান তিনি।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক চালক মো. নাঈমকে (৩৬) আটক করেছে। মামলা প্রক্রিয়াধীন।
 

আর্কাইভ