প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩, ০৫:২১ পিএম
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ধানক্ষেত থেকে এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১১টায় উপজেলার গছাহার গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ।
এ সময় মরদেহের পাশে তার ব্যবহৃত বাইসাকেলটিও পড়েছিল।
নিহত মিরাজুল ইসলাম একই উপজেলার নশরতপুর ইউনয়নের রানীরবন্দর গরুহাটি এলাকার আমিনুল ইসলামের ছেলে। ১৪ বছরের মিরাজুল পালাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
মিরাজুলের বাবা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে মিরাজ বাজার করতে রানীরবন্দরে যায়। কিন্তু তার বাড়ি ফিরতে দেরি হওয়ায় রাত ১০টার দিকে তাকে খোঁজাখুজি করি।
‘এ সময় লোকমারফত গলাকাটা মরদেহের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ছেলের মরদেহ পড়ে আছে। তার পাশে পড়ে আছে ছেলের ব্যবহৃত সসাইকেল।’
ওসি বজলুর রশিদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ওসি।