• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

জুয়া খেলার টাকা যোগাতে মেয়ের হাত পা পুড়িয়ে দিয়ে ভিক্ষা করাতেন মা

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩, ০৪:০০ পিএম

জুয়া খেলার টাকা যোগাতে মেয়ের হাত পা পুড়িয়ে দিয়ে ভিক্ষা করাতেন মা

ছবি: সংগৃহীত

দেশজুড়ে ডেস্ক

হোসনে আরা বেগম (৩৭) নিজের বাচ্চা মেয়েকে পলিথিন গরম করে হাত পা পুড়িয়ে দিতেন বেশি ভিক্ষা পাওয়ার আশায়। ভুক্তভোগী সেই বাচ্চা মেয়েটি পোড়া শরীর নিয়ে ভিক্ষা করত। আর ওই ভিক্ষার টাকায় মা খেলতেন জুয়া (ছক্কা খেলা)। আদালতে বিচারকের সামনে ভুক্তভোগী শিশু তার মায়ের বিরুদ্ধে এমন অভিযোগ আনেন।

হোসনে আরা তার ওই বাচ্চা মেয়েকে শুধু হাত পা পুড়িয়ে দেয়া নয়, টাকার লোভে একসময় কাজের জন্য একটি বাড়িতেও দেন। পরে ওই বাড়ির লোকজনের বিরুদ্ধে করেন অপহরণ মামলা। সেই মামলার তদন্তে নেমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) উন্মোচন করে মূল ঘটনা।

পিবিআইয়ের দেয়া প্রতিবেদনের ভিত্তিতে আদালতের নির্দেশে মামলা হয়। মামলায় আসামি করা হয় হোসনে আরাকে। রোববার (১২ মার্চ) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার প্রবত্তক মোড়ের বদনাশাহ মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হোসনে আরার গ্রামের বাড়ি রাঙ্গামাটি সদরের ক্যান্টনমেন্টের জলযানঘাট এলাকায়। তার বাবার নাম মৃত আব্দুল খালেক ভূঁইয়া। হোসনে আরার স্বামীর বাড়ি নোয়াখালীর সুধারাম থানা এলাকায়। তবে, তিনি বর্তমানে নগরের পাঁচলাইশ থানার ষোলশহর রেলস্টেশন এলাকার খালেকের কলোনিতে ভাড়া থাকেন।

আদালত সূত্র জানায়, ২০২২ সালের ২৭ এপ্রিল মেয়ের অপহরণের অভিযোগ এনে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি মামলা দায়ের করেন হোসনে আরা বেগম নামে এক নারী।

মামলার অভিযোগে তিনি বলেন, ৯ বছর আগে তার স্বামী মারা যান। এরপর থেকে তিনি অর্থকষ্টে দিনযাপন করেন। ২০২১ সালের ১৬ ডিসেম্বর তার ১১ বছর বয়সী মেয়ে রাশেদা আক্তার নিখোঁজ হয়। ২০২২ সালের ৯ এপ্রিল হোসনে আরা জানতে পারেন মো. রাশেদ ও তার স্ত্রী ফারজানা রাশেদাকে তাদের কাছে আটকে রেখেছেন এবং তারা রাশেদাকে দিয়ে অমানবিক কাজ করাচ্ছেন।

মামলাটি আমলে নিয়ে পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটকে তদন্তের আদেশ দেন আদালত। এরপর মামলাটি তদন্ত করেন উপ-পরিদর্শক (এসআই) জাহেদুজ্জামান চৌধুরী। তদন্তে জানা যায়, রাশেদাকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করতেন তার মা হোসনে আরা। বেশি পরিমাণে ভিক্ষা পাওয়ার আশায় রাশেদার গায়ে পলিথিন পুড়িয়ে ছ্যাঁকা দিতেন তার মা। একপর্যায়ে ছেলের চিকিৎসার টাকা জোগাড় করতে রাশেদাকে একটি বাড়িতে কাজ করতে দেন হোসনে আরা।

সেখানে ভালোভাবে জীবনযাপন করছিলেন রাশেদা। কিন্তু রাশেদাকে আবারও ভিক্ষাবৃত্তিতে নামানোর চেষ্টা করেন মা হোসনে আরা। নালিশি মামলার অভিযুক্তরা (মো. রাশেদ ও তার স্ত্রী) তাতে বাধা দেন। এ কারণে হোসনে আরা আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। এ বিষয়ে আদালতে একই ধরনের জবানবন্দি দেয় ভুক্তভোগী রাশেদাও।

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর গত বছরের ১৭ অক্টোবর মেয়েকে নির্যাতনের অভিযোগে মা হোসনে আরার বিরুদ্ধে মামলা রুজু করতে পাঁচলাইশ থানার ওসিকে নির্দেশ দেন আদালত। আদেশে একজন উপ-পরিদর্শক (এসআই) মর্যাদার কর্মকর্তাকে বাদী হতে বলা হয়। একই সঙ্গে পরিদর্শক মর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন আদালত। আদালতের আদেশ পেয়ে গত বছরের ১৯ নভেম্বর মামলাটি দায়ের করা হয়। পাঁচলাইশ থানার এসআই নুরুল আলম মামলাটির বাদী হন।

মামলাটির তদন্তভার পান পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের পরিদর্শক মর্জিনা আক্তার। তিনি বলেন, হোসনে আরা নিজের মেয়েকে দিয়ে তিনি ভিক্ষা করান। ভিক্ষার সময় মানুষের সহানুভূতি পেতে তিনি মেয়ের শরীরে পলিথিন দিয়ে পুড়িয়ে দেন। এরপর সন্তানের ভিক্ষার টাকা দিয়ে তিনি জুয়া এবং ছক্কা খেলেন। এ ছাড়াও ভুক্তভোগী শিশু রাশেদাকে একটি বাসায় গৃহকর্মীর কাজ করার জন্য রেখে আসেন। ওই বাড়ির লোকজনকে অহেতুক হয়রানি করে টাকা আদায়ের জন্য তিনি মিথ্যা মামলা দায়ের করেছেন। সেই মামলায় পিবিআই প্রতিবেদন দিলে উল্টো হোসনে আরার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ (সোমবার) তাকে আদালতে পাঠানো হবে।

 

/এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ