• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

স্বামী ফোন না ধরায় আত্মহত্যা করলেন নববধূ

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩, ০৫:৩৩ পিএম

স্বামী ফোন না ধরায় আত্মহত্যা করলেন নববধূ

ছবি: সংগৃহীত

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলায় অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে এক নববধূ আত্মহত্যা করেছেন। গত রোববার (১২ মার্চ) তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১১ মার্চ) সন্ধ্যার পর উপজেলার হাড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের হাড়িপাড়া গ্রামের তারেক মোল্লার মেয়ে আসমা বেগম।

জানা গেছে, গত ১ মাস আগে আসমা বেগমের সঙ্গে বিয়ে হয় মঠবাড়িয়া উপজেলার মিরুখালী এলাকার হানিফ হাওলাদারের ছেলে ইসমাইলের। বিয়ের পর থেকে ইসমাইল তার শ্বশুরবাড়িতেই থাকত। কিন্তু বিয়ের শুরু থেকেই আসমা ও ইসমাইলের মধ্যে মান-অভিমান লক্ষ্য করা যায়।

অভিমানের একপর্যায় প্রায় তিন দিন আগে ইসমাইল চট্টগ্রামে তার বড় ভাইয়ের বাসায় চলে যায়। সেই থেকে আসমা তার স্বামীর সঙ্গে বার বার মোবাইলে কথা বলার চেষ্টা করলেও ফোন ধরেনি ইসমাইল। পরে স্বামীর সঙ্গে কথা বলতে না পেরে অভিমান করে শনিবার সন্ধ্যার পর বাবার ঘরের চালের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্ত্রী।

ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, শনিবার রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

 

/এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ