• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পাঁচ মাস পর বাছুরসহ গাভী ফিরিয়ে দিলেন ‘চোর’

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩, ১২:১৯ এএম

পাঁচ মাস পর বাছুরসহ গাভী ফিরিয়ে দিলেন ‘চোর’

ছবি: সংগৃহীত

নরসিংদী প্রতিনিধি

গত পাঁচ মাস আগে চুরি হওয়া কালো রংয়ের একটি গাভী রাতের আঁধারে বাছুর সহ ফেরত দিয়ে গেছেন চোর। এমনটি জানিয়েছেন গরুর মালিক শাহজাহান আলী।

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের মহন গ্রামে।

শাহজাহান ওই গ্রামের মসলিম উদ্দিনের ছেলে । তিনি নরসিংদী সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে চাকরি করেন।

রোববার ভোরে তার বাড়ির পেছনের একটি বাছুর ও গরুটি বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

শাহজাহানের পরিবারের ভাষ্য, গত নভেম্বরে শংকর জাতের একমাত্র গাভীটি চুরি হয়ে যায়। চুরি হওয়ার সময় গাভীটি পাঁচ মাসের গর্ভবতী ছিল। প্রায় দেড় লাখ টাকা মূল্যের ওই গরু হারিয়ে তারা বিপাকে পড়ে যায়।

এদিকে চোর গরু রেখে যাওয়ায় সেটি দেখতে শাহজাহানদের বাড়িতে ভিড় করছেন প্রতিবেশী ও স্বজনরা।

গাভীটির মালিক শাহজাহান বলেন, গাভীটি না পেয়ে প্রতি ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে গরু ও বাছুরটির নিরাপত্তার জন্য দোয়া করতাম। আজ সকালে ছেলে মোবাইলে ঘটনাটি জানায়। যে গরুটি চুরি করেছিল তার সুমতি হয়েছে দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। আর দোয়া করি আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন।

আর্কাইভ