• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত প্লাটুন বিজিবি মোতায়েন রাবিতে, পরিবেশ শান্ত

প্রকাশিত: মার্চ ১২, ২০২৩, ০৩:৪৫ পিএম

পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত প্লাটুন বিজিবি মোতায়েন রাবিতে, পরিবেশ শান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির সদস্যরা বিশ্ববিদ্যালয়ে বিনোদপুর ফটক এলাকায় অবস্থান নিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী বিজিবি ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকে সাত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। 

শনিবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটক দিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে বের হলে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। এতে পাঁচজন গুরুতর আহত হন। পরে তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর পরিস্থিতি আস্তে আস্তে শান্ত হতে থাকে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ