• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
লালমনিরহাটে

হাতীবান্ধায় অবৈধ ট্রলি বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: মার্চ ১১, ২০২৩, ১১:০৯ পিএম

হাতীবান্ধায় অবৈধ ট্রলি বন্ধের দাবিতে মানববন্ধন

ছবিঃ সিটি নিউজ ঢাকা

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গ্রামাঞ্চলে অবৈধ ট্রলিসব বিভিন্ন যানবাহন অতিরিক্ত চলাচলের কারণে সড়কের ক্ষয়-ক্ষতিসহ শিক্ষার্থী ও পথচারীদের নানা সমস‌্যা হচ্ছে। অবৈধ ট্রলিবন্ধসহ সড়ক রক্ষায় ওই উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রান্নাথ পাটিকাপাড়া এলাকায় মানববন্ধন করে শিক্ষার্থী ও গ্রামবাসী।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থী ও লোকজন জানান, ওই এলাকার নজরুল ইসলাম নামে এক ব‌্যক্তি দীর্ঘ দিন ধরে ২৫/৩০ টি ট্রলি দিয়ে অবৈধ ভাবে মাটির ব‌্যবসা করে আসছেন। এতে ট্রলি চলা চলের কারণে সড়কের ক্ষয়-ক্ষতিসহ ওই এলাকায় ২ টি বিদ‌্যালয় ও ১ টি মাদ্রাসার শিক্ষার্থী ও পথচারীদের নানা সমস‌্যা হচ্ছে।

এ সময়  প্রান্নাথ পাটিকাপাড়ার আব্দুস সাত্তার নুরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আনোয়ারুল কবির ওয়াসিম স্কুল ও মাদ্রাসার পাশ দিয়ে ট্রলি চলাচল বন্ধ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ এবং শিক্ষার পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

 

সাজেদ/

আর্কাইভ