• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
ঝিনাইদহের কালীগঞ্জে

ট্রেনে কাটা পড়ে গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: মার্চ ১১, ২০২৩, ১১:০৪ পিএম

ট্রেনে কাটা পড়ে গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানিক মিয়া (৪৫) নামের এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মানিক বগুড়া সদর উপজেলার জগদাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। শুক্রবার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চাঁদবা গ্রামে শশুর বাড়িতে আসে।

স্থানীয় বাসিন্দা আমিরুল ইসলাম জানান, চাঁদবা গ্রামের মৃত আকবর ধনীর মেয়ে রোমেনা বেগমের সাথে গত তিন মাস আগে তার বিয়ে হয়। এটা তার দ্বিতীয় বিয়ে। শনিবার সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী একতারপুর বাজারে বেড়াতে যাওয়ার কথা বলে শশুরবাড়ি থেকে বের হয়। এরপর বেলা ১১টার দিকে খুলনা থেকে ঢাকাগামি চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যায়।

কালীগঞ্জ থানার এসআই প্রকাশ কুমার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ট্রেনে কাটা পড়ে মারা গেছে, মরদেহ রেলওয়ে পুলিশ উদ্ধার করেছে।

 

সাজেদ/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ