• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে ২৩ শিশু পেল সাইকেল

প্রকাশিত: মার্চ ১১, ২০২৩, ০৩:৪১ এএম

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে ২৩ শিশু পেল সাইকেল

ছবি: সংগৃহীত

খুলনা প্রতিনিধি

খুলনায় টানা ৪০ দিন ৫-১০ বছরের ২৩ শিশু মসজিদে গিয়ে জামায়াতের সঙ্গে নামাজ আদায় করে সাইকেল উপহার পেয়েছে।

গত বৃহস্পতিবার (৯ মার্চ) বাদ আছর খুলনার ফুলতলার মধ্যডাঙ্গার জুড়োকোটে মসজিদুল মোমেনীনে আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দীনের পক্ষ থেকে এসব সাইকেল প্রদান করা হয়।

যারা ফুলতলার ১১টি মসজিদে একাধারে ফজর এবং এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে ৪০ দিন তাদের এ সাইকেল উপহার দেওয়া হয়।

উপহার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করে ফুলতলা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজা। অতিথি হিসেবে ছিলেন ৪ নম্বর ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবুল বাশার, আদ্ব-দীন আকিজ মেডিকেল কলেজ খুলনার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ হোসেন আলী এবং ১১ টি মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

আদ্ব-দীন আকিজ মেডিকেল কলেজ খুলনার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ হোসেন আলী বলেন, খুলনায় এ ধরণের উদ্যোগ এটা প্রথম। শিশুকাল থেকেই একজন শিশু যদি নামাজে অভ্যস্ত হয় তাহলে সে বড় হয়েও নামাজি হবে। সেই চিন্তা ধারা থেকেই শিশুদের নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ নিয়েছেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দীন। ৪০ দিন জামাতে সালাত আদায় করা শিশুদের মাঝে উপহার তুলে দেয়ায় তাদের ও মুসল্লীদের মাঝে নামাজের প্রতি উৎসাহ বাড়বে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ