• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বরযাত্রী নিয়ে বাস খাদে

প্রকাশিত: মার্চ ১০, ২০২৩, ০৬:৩০ পিএম

বরযাত্রী নিয়ে বাস খাদে

ছবি: সংগৃহীত

মাগুরা প্রতিনিধি

মাগুরা সদর উপজেলার গোয়ালবাথান এলাকায় নড়াইল গামী বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন। আহত তিন জনকে মাগুরা সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (১০ মার্চ) ভোর পৌনে ৫টার দিকে মাগুরা- নড়াইল সড়কের গোলায়াবাথান এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহতরা হলেন- সঞ্জয় মিত্র (৩০), প্রকাশ সাহা (৩৫) ও স্মতি সাহা (২৮)।

শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুবাশ চন্দ্র দাম বলেন, মাগুরার শ্রীপুর উপজেলার একটি গ্রাম থেকে বরযাত্রী নিয়ে বাসটি নড়াইল জেলার গোবরডাঙ্গা গ্রামে যাচ্ছিল। মাগুরা-নড়াইল সড়কের গোলায়াবাথান এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে স্থানীয় লোকজনদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আর্কাইভ