• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মায়ের ইফতারি কিনতে গিয়ে জীবন হারাল সুমন

প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ০২:১৫ এএম

মায়ের ইফতারি কিনতে গিয়ে জীবন হারাল সুমন

নোয়াখালী প্রতিনিধি

সুমন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় ভবন বিস্ফোরণের ঘটনায় । এ ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে নিহত সুমনের বোন বিলাপ করতে করতে বলছিলেন, ‘আমার ভাই কেন যে বিদেশ থেকে আসল? আমার মায়ের জন্য ইফতারি কিনতে গেছিল। আমার ভাই তো শেষ।’

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় ওই জরুরি বিভাগের সামনে এই দৃশ্য দেখা যায়।

নিহতের বন্ধু সাকিব জানান, সুমন কাতারে ছিলেন। প্রায় দুই সপ্তাহ আগে দেশে ফিরেছেন। আজকে শবে বরাত। মা রোযা থাকায় তার জন্য ইফতারি কিনতে সুমন গিয়েছিল সিদ্দিকবাজারের গলিতে। সেখানেই বিস্ফোরণে নিহত হন।

নিহতের খালা জানান, আমার প্রিয় সুমন বিয়ের উদ্দেশ্যে দেশে এসেছিল। আমার বোন কি নিয়ে বাঁচবে। এ সময় বিলাপ করে বলছিলেন, ‘আল্লাহ তুই আমারে নিয়া যা, আমার বইন পোলাকে দিয়ে দে!’

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় ভবন বিস্ফোরণে এ পর্যন্ত ১৬ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে দুই শতাধিক। দুর্ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ও স্থানীয়রা।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ