• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঝালকাঠিতে নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: মার্চ ৭, ২০২৩, ১১:৪১ পিএম

ঝালকাঠিতে নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ছবি: সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলায় ধানসিঁড়ি নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের চরভাটারাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই ভাই হলো- দিনমজুর মো. সুমন হোসেনের ছেলে মো. আমানুল্লাহ (১২) ও তার ভাই মো. আব্দুল্লাহ (১০)। তারা স্থানীয় মোহাম্মদিয়া এতিম খানার প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পড়তো।


স্থানীয় লোকজন জানান, দুপুরে মাদরাসা থেকে এসে দুই ভাই ধানসিঁড়ি নদীতে গোসল করতে নামে। নদীতে একটা চালতা ভেসে যেতে দেখে সেটা নিতে গেলে এক ভাই ডুবে যায়। পরে তাকে বাঁচাতে গিয়ে অন্যভাইও ডুবে যায়। স্থানীয় লোকজন নদীতে মরদেহ ভাসতে দেখে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকার জানান, নিহত দুই শিশুর পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আরিয়ানএস/

আর্কাইভ