• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

লক্ষ্মীপুরে উদ্বোধন হলো "স্মার্ট ভিলেজ"

প্রকাশিত: মার্চ ৭, ২০২৩, ১০:২০ পিএম

লক্ষ্মীপুরে উদ্বোধন হলো

ছবিঃ সিটি নিউজ ঢাকা

লক্ষ্মীপুর প্রতিনিধি

দেশের প্রথম ‘স্মার্ট ভিলেজ’ হিসেবে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৯ নং তেওয়ারীগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে নবনির্মিত ‘স্মার্ট ভিলেজ’ প্রবেশ গেইটের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ ফিতা কেটে এ প্রবেশ গেইটের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন, (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন, সহকারী কমিশনার ইসমত জাহান তুহিন, অমিত কুমার বিশ্বাস ও তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ইবনে হুসাইন ভুলুসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ নির্মাণের অংশ হিসেবে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ গড়ার প্রত্যয়ে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১৯নং তেওয়ারীগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে নির্মিত ‘হোসেনপুর স্মার্ট ভিলেজ প্রবেশ গেইট উদ্বোধন করা হয়। ধারণা করা হচ্ছে দেশের প্রথম স্মার্ট ভিলেজ প্রবেশ গেইট হোসেনপুর গ্রামের এটি।

ডিসি আরও বলেন, লক্ষ্মীপুরের এ প্রথম একটি গ্রামকে স্মার্ট গ্রাম হিসাবে ঘোষণা করা হয়েছে। সেইটা হচ্ছে হোসেনপুর গ্রাম, এভাবে মোট ৫টি গ্রামকে স্মার্ট গ্রাম হিসাবে ঘোষণা করা হবে। ক্রমান্বয়ে অন্য গ্রাম গুলোকেও স্মার্ট গ্রামের অন্তর্ভুক্ত করা হবে।

ইতিমধ্যে আমরা হোসেনপুর গ্রামের ৫০ জনকে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছি। অসহায় মানুষগুলোকে স্বাবলম্বী করতে, তাদের মাঝে গরুর বাচু বিতরণ করছি। এবং হোসেনপুর গ্রামকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করছি।

 

সাজেদ/

আর্কাইভ