• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে ‘গুলি করে’ হত্যা

প্রকাশিত: মার্চ ৭, ২০২৩, ১০:০০ পিএম

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে ‘গুলি করে’ হত্যা

সিটি নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে এক রোহিঙ্গা নেতাকে ‘গুলি করে’ হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রোহিঙ্গা নেতার নাম ওয়াক্কাস রফিক (৪০)। তিনি ৯ নম্বর ক্যাম্পের নেতা ছিলেন।
সোমবার (৬ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উখিয়ার বালুখালীর ৯ নম্বর শিবিরের সি ব্লকে ওই হত্যাকাণ্ড ঘটে।


উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ৩০ জনের একটি মুখোশধারী দুর্বৃত্তের দল ওই রোহিঙ্গা নেতাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আরিয়ানএস/

আর্কাইভ