• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

পুলিশ কনস্টেবলকে মারধর : গ্রেপ্তার নারী খেলোয়াড়সহ ৬ জনের জামিন

প্রকাশিত: মার্চ ৬, ২০২৩, ০৯:২৪ পিএম

পুলিশ কনস্টেবলকে মারধর : গ্রেপ্তার নারী খেলোয়াড়সহ ৬ জনের জামিন

ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক

রাজশাহী রেলস্টেশনে পুলিশ কনস্টেবল ও তার স্ত্রীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার নারী খেলোয়াড়সহ ছয়জনকে জামিন দিয়েছে আদালত।
আজ সোমবার রাজশাহী নারী ও শিশু আদালত-২ এর বিচারক এ জামিন দেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, রোবাবর সকালে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে রাজিয়া সুলতানা জয়া তার স্বামী পুলিশ কনস্টেবল গোলাম কিবরিয়ার সঙ্গে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দেন। দুপুর সাড়ে ১২টায় ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছায়।


এ সময় রাজিয়া সুলতানা এবং তার স্বামী ট্রেন থেকে নামার জন্য দরজার কাছে আসেন। কিন্তু খেলোয়াড়রা জটলা পাকিয়ে দরজা ঘিরে রেখেছিলেন। রাজিয়া এবং তার স্বামী সেখান থেকে তাদের সরে যাওয়ার জন্য অনুরোধ করেন।
কিন্তু তারা এ দম্পতির সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন। এর জের ধরে খেলোয়াড়রা পুলিশ কনস্টেবল এবং তার স্ত্রী রাজিয়াকে বেদম মারধর করেন। তাদের মারধরে পুলিশ কনস্টেবলের মুখ, পিঠ এবং অণ্ডকোষে আঘাতপ্রাপ্ত হন বলে অভিযোগ।

 

আরিয়ানএস/

আর্কাইভ