প্রকাশিত: মার্চ ৬, ২০২৩, ০৩:৪৮ এএম
নরসিংদীর মনোহরদীতে গণমনস্তাত্ত্বিক রোগে (ম্যাস হিস্টিরিয়া) ৩০ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার উপজেলার চালাকচর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা হোসেন বলেন, অ্যাসেম্বলি শেষে ছাত্রছাত্রীরা ক্লাসে ফিরে যায়। কিছুক্ষণ পর একে একে ৩০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের প্রাথমিক সেবা দেওয়া হয়। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়। তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে আসেন। বেশি অসুস্থ ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কর্তৃপক্ষের নির্দেশে আগামী তিন দিন স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান প্রধান শিক্ষক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ জানান, ম্যাস হিস্টিরিয়া নামে এক ধরনের মানসিক রোগে আক্রান্ত হয়েছে ছাত্রীরা। এতে চিন্তার কিছু নেই। কিছুক্ষণ বিশ্রাম ও চিকিৎসা নিলেই সুস্থ হয়ে উঠবে সবাই।
ইউএনও মো. রেজাউল করিম বলেন, পুষ্টিহীনতার কারণে ছাত্রীরা শারীরিকভাবে দুর্বল। এজন্য তারা অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে তাদের অবস্থার উন্নতি হয়েছে।