• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

শ্রীপুরে গাড়িচাপায় প্রাণ গেল শিশুর

প্রকাশিত: মার্চ ৬, ২০২৩, ০৩:৩৫ এএম

শ্রীপুরে গাড়িচাপায় প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মো. আব্দুর রাহিম নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে।

রোববার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মো. আব্দুর রাহিম ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শালিহার গ্রামের আব্দুল হাকিমের ছেলে

স্থানীয় বাসিন্দারা বলেন, শিশুটির বাবা ডেকোরেশনের দোকানে ও মা পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। রোববার সকালে বাবা-মা কাজে চলে গেলে বাড়িতে শিশুটি একাই ছিল। এ সময় রাহিম খেলার ছলে মহাসড়কে চলে এলে দ্রুত গতির অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক চালক ও গাড়িটি শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়ায়ধীন রয়েছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ