• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

দুই স্ত্রীর যন্ত্রণায় ‘আত্মহত্যা’ করলেন যুবক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৩, ১২:২৯ এএম

দুই স্ত্রীর যন্ত্রণায় ‘আত্মহত্যা’ করলেন যুবক

ছবি: সংগৃহীত

জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে মনিরুল ইসলাম (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (৫ মার্চ) দুপুরে পৌর এলাকার কাগমারী পাড়া গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মনিরুল ইসলাম কাগমারী গ্রামের সুরুজ জামাল ওরফে কল্লে মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আজ রোববার সকালে ঘরের দরজা না খুললে লোকজন ডাকাডাকি করেও মনিরুল ইসলামের সাড়া পাননি। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে এলাকাবাসী। পরে খবর দেওয়া হলে দুপুর ১২টার দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

মনিরুল ইসলাম দুই বিয়ে করেছেন। এলাকাবাসীর ধারণা, দুই স্ত্রীকে নিয়ে পারিবারিক কলহের কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা পরে বলা যাবে।

আর্কাইভ