• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ৫, তদন্ত কমিটি

প্রকাশিত: মার্চ ৫, ২০২৩, ০২:৩৯ এএম

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ৫, তদন্ত কমিটি

অক্সিজেন প্ল্যান্টে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ছবি: ফায়ার সার্ভিস

সিটি নিউজ ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় ৫ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ও অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একজন অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আগামী ৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান তিনি। 


আরিয়ানএস/

আর্কাইভ