• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
১ কিমি দূরে লোহার টুকরার আঘাতে প্রাণ গেল শামসুর

অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ, নিহত ৫, দগ্ধ ৩০

প্রকাশিত: মার্চ ৪, ২০২৩, ১১:৫৬ পিএম

অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ, নিহত ৫, দগ্ধ ৩০

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামের সীতাকুন্ডের কদম রসুল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান নামক একটি কারখানায় বিস্ফোরণে ৫জন নিহত হয়েছেন। এই ঘটনায় দগ্ধ হয়ে ৩০ জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. ফজলে রাব্বি বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। এখনও বিস্তারিত জানতে পারিনি।’


জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কদমরসুলপুর (কেশবপুর) এলাকার ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। 
তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি ফজলে রাব্বি।

 

আরিয়ানএস/

আর্কাইভ