• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘বাল্য বিবাহ বন্ধের দাবি প্রেমিক ছাড়া কেউ জানায় না’

প্রকাশিত: মার্চ ২, ২০২৩, ০৬:৫৪ পিএম

‘বাল্য বিবাহ বন্ধের দাবি প্রেমিক ছাড়া কেউ জানায় না’

ছবি: সংগৃহীত

সিলেট প্রতিনিধি

আইন দিয়ে সামাজিক সমস্যা দূরীকরণ সম্ভব নয়, গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান একথা বলেছেন। এজন্য আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন, সমাজকে ভালো রাখবো এমন সহি নিয়ত থাকলে যার যার অবস্থান থেকে সমাজের ভালো কাজের দৃষ্টান্ত হওয়া যায়। বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। এটা শুধু প্রশাসন, পুলিশ দিয়ে দমন করা যাবে না। প্রতিনিয়তই সমাজের কোথাও না কোথাও বাল্য বিয়ে সংগঠিত হয়। এমন পরিস্থিতিতে বাল্য বিয়ের ঐ কনের প্রেমিক ছাড়া সমাজের সভ্য সচেতনরা প্রশাসন, পুলিশকে বাল্য বিয়ে বন্ধে খবর দেন না। এমন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাল্য বিয়ে থেকে আমাদের সমাজকে বাঁচাতে হবে।  

তিনি বুধবার দুপুর ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশন আয়োজিত বাল্য বিয়ে বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উপজেলা শাখার প্রোগ্রাম অফিসার শহিদুর ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, থানার ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসান, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম রব্বানী সুমন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মিনহাজ উদ্দিন, জাতীয় ইমাম সমিতি গোয়াইনঘাটের সভাপতি মাওলানা আবদুল মতিন, ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাটের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সেবাষ্টিন আরেং প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হেলাল আহমদ বাদশা, আজিজুর রহমান, মাওলানা আরব আলী,মাওলানা বিলাল উদ্দিন, ডাঃ আব্দুল খয়ের, মাওলানা রফিক আহমদ, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা ইব্রাহিম আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উপজেলা শাখার প্রোগ্রাম অফিসার জলমল কংস্তিয়া প্রমুখ।

আর্কাইভ