• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

প্রকাশিত: মার্চ ১, ২০২৩, ০২:৩৮ এএম

শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

ছবিঃ সিটি নিউজ ঢাকা

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে দশম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রী (১৬) কে ধর্ষণের মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. ইমান আলী শেখ একমাত্র আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। 

জানা গেছে, সাজা পাওয়া সজীব মিয়া (২১) উপজেলার ছালুয়াতলা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, প্রেমপ্রস্তাব প্রত্যাখান করায় ২০২১ সালের ১৬ জুন রাতে একই এলাকার দশম শ্রেণির ছাত্রী ও দরিদ্র পরিবারের মেয়ে (১৬)কে বসতঘরে গিয়ে ধর্ষণ করে সজীব মিয়া। এসময় স্কুল ছাত্রীর ডাক-চিৎকারে পরিবারের লোকজন সজীব মিয়াকে হাতেনাতে আটক করে। 

ওই ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সজীব মিয়াকে একমাত্র আসামি করে নালিতাবাড়ী থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে এসআই আব্দুর রহীম একই বছরের ১৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক পর্যায়ে বাদী, ভিকটিম চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেন আদালত।

রায়ের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি একইসাথে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সাজেদ/

আর্কাইভ