• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

অন্ত:সত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ১০:০৪ পিএম

অন্ত:সত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ছবিঃ সিটি নিউজ ঢাকা

মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলালে অন্ত:সত্ত্বা স্ত্রীকে হত্যা মামলায় স্বামী জুয়েল হোসেনকে (৪৭) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৩ জুলাই রাতে উপজেলার রসুলপুর গ্রামের দাহারপুকুর আদর্শ (গুচ্ছুগ্রাম) জুয়েল হোসেনের স্ত্রী লাইলী বেগমকে যৌতুকের জন্য পিটিয়ে হত্যা করা হয়। সেই সময় ৭ মাসের অন্ত: সত্ত্বা ছিলেন লাইলী বেগম। এ ঘটনায় পরের দিন জুয়েল হোসেন, তার বাবা আ: জলিল ও মা লিলি বেগমসহ তিন জনের নামে সংশ্লিষ্ট থানায় বাদী হয়ে মামলা করেন নিহতের বড় বোন রাবেয়া খাতুন। 

ওই বছরে ৩১ অক্টোবরে মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন এসআই মতিয়ার রহমান তদন্ত শেষে তিন জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আজ জুয়েল হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। সেই সাথে নিহতের শ্বশুড় ও শ্বাশুড়িকে খালাস দেওয়া হয়।

এই মামলায় সরকারি পক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি ও উদয় সিংহ এপিপি। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন উজ্জ্বল হোসেন।

 

সাজেদ/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ